টাঙ্গাইলের পৌলী নদীতে পানিতে ডুবে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে কালিহাতি উপজেলার আকুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গোসল করতে নেমে যুবকটি নদীতে ডুবে যায়। পরে আশে পাশে থাকা স্থানীয়রা উদ্ধার করে আনার পর দেখে তার মৃত্যু হয়েছে। তবে এখনো পরিচয় পাওয়া যায়নি।
উপজেলার সহদেবপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়রা মরদেহ উদ্ধার করেছে। হয়তো আশেপাশের কারো আত্মীয়-স্বজন হবে। এখনো পরিচয় পাওয়া যায়নি।
নয়া শতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ