ঢাকা, বুধবার, ১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১, ২৯ জমাদিউস সানি ১৪৪৬

চার বছরের প্রেম, ৪ মাস আগে বিয়ে, অতঃপর...

প্রকাশনার সময়: ১২ এপ্রিল ২০২৪, ১৭:০০

লক্ষ্মীপুর সদরে সিমু (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার খোয়া সাগর দিঘীরপাড় এলাকার হাবিব উল্লাহ পাটোয়ারী বাড়ির সালেহ আহমদের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত সিমু নরসিংদী জেলার শিবপুর নৌকাঘাট এলাকার বগিরথের মেয়ে। চার মাস আগে শিবপুর জয়নগর এলাকার মানিক সরকারের ছেলে পাপ্পুর সঙ্গে প্রেম করে বিয়ে হয় তার। চার মাস ধরে স্বামী পাপ্পুর সঙ্গে সালেহ আহমদের বাড়িতে ভাড়া বাসায় থাকছিলেন বলে জানা যায়।

মৃতের স্বামী পাপ্পু জানান, তাদের দীর্ঘ ৪ বছরের প্রেম। গত ৪ মাস আগে তাদের বিয়ে হয়। তবে সিমুর পরিবার এই বিয়ে মেনে নেয়নি। তাই লক্ষ্মীপুর এসে ভাড়া থাকছেন তারা। তিনি দালার বাজারে ওয়ালটন শো-রুমে চাকরি করেন।

ঈদের দিন দুপুরে একসঙ্গে খাওয়া-দাওয়া শেষে বিকেলে পার্শ্ববর্তী খোয়াসাগর দিঘীর পাড়ে আড্ডা দিচ্ছিলেন জানিয়ে পাপ্পু আরও বলেন, সন্ধ্যায় বাসায় এসে দেখি, স্ত্রী গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। এসময় স্থানীয়রা পুলিশে খবর দেয়।

গত কয়েকদিন যাবত সিমু তাদের বাড়িতে যাওয়ার জন্য বায়না করেন বলেও জানান পাপ্পু।

লক্ষ্মীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) নুরুল আমিন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা।

নয়াশতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ