ঈদগাহ মাঠেই ঈদুল ফিতরের জামাতে ইমামতি শেষে খুতবা দেয়ার আগ মুহূর্তে অজ্ঞান হয়ে পড়েন মাওলানা আবু তৈয়ব মুহাম্মাদ নুর উদ্দিন (৭০) নামে এক বীর মুক্তিযোদ্ধা। ঈদের দিন বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার কাজলা গ্রামের কাজলা চকপাড়া ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।
পরে তাকে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় কাজলা আলিম মাদরাসা মাঠে উপজেলা নির্বাহী অফিসার আল মামুনের উপস্থিতিতে তাড়াইল থানা তদন্ত কর্মকর্তা বাহলুল খানের নেতৃত্বে পুলিশ সদস্যরা গার্ড অব-অনার দেওয়া হয়।
পরে কাজলা আলিম মাদরাসায় বিকেল সাড়ে ৫টায় জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসময় তাড়াইল উপজেলার বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা মাওলানা আবু তৈয়ব মুহাম্মাদ নুর উদ্দিন মৃত্যুকালে স্ত্রী, সাত কন্যা ও এক পুত্র সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা মাওলানা আবু তৈয়ব মুহাম্মাদ নুর উদ্দিন ছিলেন অবসরপ্রাপ্ত কাজলা আলিম মাদরাসার প্রিন্সিপাল। একাধারে তিনি দামিহা ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার ও দুর্নীতি প্রতিরোধ কমিটি তাড়াইল উপজেলা শাখার সভাপতি ছিলেন।
নয়াশতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ