ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬

ঈদের জামায়াতে ইমাম বদল, ঈদগাহে মারামারি

প্রকাশনার সময়: ১১ এপ্রিল ২০২৪, ১৮:২৭

ঈদের জামায়াতের ইমাম বদল করাকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে একটি ঈদগাহে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদের দিন সকালে উপজেলার সাটিয়া ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।

এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের পীরগঞ্জ হাসপাতালসহ বিভিন্ন স্থানে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, মাওলানা রফিকুল ইসলামকে বাদ দিয়ে হঠাৎ করেই ওই ঈদগাহে অন্য ইমাম নিয়োগ করা হয়। মাঠে উপস্থিত লোকজন এর প্রতিবাদ জানায়। এক পর্যায়ে হট্টগোল বেধে গেলে তা মারামারিতে রূপ নেয়।

ঈদগাহের সভাপতি ও হাজিপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন জানান, কিছু লোক মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এটা দুঃখজনক।

নয়াশতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ