ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬

বাকেরগঞ্জে পিকআপ-মাহিন্দ্রা সংঘর্ষে হতাহত ৪

প্রকাশনার সময়: ১১ এপ্রিল ২০২৪, ১৫:২৬

বরিশালের বাকেরগঞ্জে ঢাকা-বরিশাল মহাসড়কে পিকআপ ভ্যানের সঙ্গে মাহিন্দ্রা গাড়ির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১০ এপ্রিল) সকালে উপজেলার বাখরকাঠী স্ট্যান্ড সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এতে পাদ্রিশিবপুর ইউনিয়নের শাকবুনিয়া গ্রামের কৃষক ইউনুস হাওলাদার (৬০) ঘটনাস্থলে নিহত হন। এছাড়া আহত ৩ জনকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত ইউনুস হাওলাদার পাদ্রিশিবপুর ইউনিয়নের শাকবুনিয়া গ্রামের মৃত রজব আলী হাওলাদার ছেলে।

নিহতের পরিবার জানায়, ইউনুস হাওলাদার একজন কৃষক। তিনি করলা চাষ করেছেন। সেই করলা মাহিন্দ্রায় নিয়ে বরিশালে বিক্রয় করে পরিবারের জন্য ঈদ বাজার করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হন।

জানা যায়, বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড থেকে মাহিন্দ্রা গাড়িটি বরিশালের উদ্দেশ্যে রওনা দিলে বাখরকাঠী বাজারে পৌঁছালে বরিশাল থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে বাকেরগঞ্জের ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় ইউনুস হাওলাদার নামে একজনের মৃত্যু হয়েছে। আরো তিনজন আহত অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নয়াশতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ