কক্সবাজার সদরের ঝিলংজায় বাকবিতণ্ডার জেরে এক ইউপি সদস্যের ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। ঝিলংজার ১ নং ওয়ার্ডের সদস্য ইউনুছ মেম্বারের নেতৃত্বে এই সশস্ত্র হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী নাছির উদ্দিন ঝিলংজার ৬ নম্বর ওয়ার্ডের সদস্য। হামলাকারীরা হকিষ্টিক ও লোহার রড দিয়ে বেদড়ক পিটিয়ে ৩ লাখ ৪৫ হাজার টাকাও লুট করে নিয়ে গেছে বলেও দাবি উঠেছে। পরে ফেইসবুক লাইভে এসে গালমন্দসহ নানান ধরনের হুমকিও দিয়েছেন তিনি।
বুধবার (১০ এপ্রিল) দুপুরে ঝিলংজার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নাছির উদ্দিন এমন তথ্য জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে নাছির উদ্দিন দাবি করেন, কয়েকদিন আগে ইউনিয়স পরিষদে টিসিবির পণ্য বিতরণের সময় তার সাথে সমান্য কাথাকাটাটি হয় ইউনুছ মেম্বারের সাথে। এ ঘটনার জেরে গত ৫ এপ্রিল বিকালে বাড়ি থেকে কক্সবাজার শহরের উদ্দেশ্যে যাওয়ার পথে শহরের কলাতলী জেল গেইটের সামনে পৌঁছালেই পূর্বপরিকল্পিতভাবে ইউনুছের নেতৃত্বে ৪/৫ জন সন্ত্রাসী গাড়ির গতিরোধ করে। এ সময় তারা আমাকে টানা হেঁচড়া করে খুনের উদ্দেশ্যে গলা চেপে ধরে। এক পর্যায়ে এলোপাতাড়িভাবে হকিষ্টিক ও লোহার রড দিয়ে বেদড়ক পিটিয়ে ফেলে রাখে চলে যায়। পরে স্থানীয় এক ড্রাইভার মুর্মূষ অস্থায় আমাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। বিভিন্ন পরীক্ষার মাধ্যমে জানতে পারি, আমার ডান হাত পুরোটাই ভেঙ্গে গেছে। এই হামলার ঘটনায় কক্সবাজার মডেল থানায় ইউনুসকে প্রধান আসামী করে একটি মামলা রুজু করেছি।
নাছিরের বলেন, এই ঘটনার খবর পেয়ে আমার ওয়ার্ডের হাজারো মানুষ উত্তেজিত হয়ে পড়ে। কিন্তু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে জনগণকে বুঝিয়ে শান্ত রেখেছি। আমি এখনও নিরাপত্তাহীনতায় রয়েছি। বর্তমানে ডাকাত ইউনুছসহ তার বাহিনী আমাকে মামলা তুলে নিতে হত্যাসহ নানা হুমকি দিয়ে আসছে।
সংবাদ সম্মেলনে নাছির আরও দাবি করেন, এছাড়া আমি একজন প্রথম শ্রেণীর ঠিকাদার। ঝিলংজা ১ নং ওয়ার্ডের মেম্বার বহু অপকর্মের হোতা। ইউনুছ এক সময় দূর্ধর্ষ ডাকাত ছিলো। নানা ছালচাতুরী করে জনপ্রতিনিধির মুখোশ পড়েছে। এই মুখোশের আড়ালেই তিনি জমি দখল, ডাকাতি, অপহরণ ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছেন। তার বিরুদ্ধে বহু মামলা রয়েছে।
অবিলম্বে চিহ্নিত সন্ত্রাসী ইউনুছসহ এই ঘটনার নেপথ্যে ইন্ধন দাতাদের খুঁজে বের করে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন তিনি।
এসময় প্যানেল চেয়ারম্যান কুদুরত উল্লাহ সিকদার, ইউপি সদস্য শরীফ উদ্দিন, সংরক্ষিত মহিলা সদস্য মেহবুবা খালেদাসহ অনেকে উপস্থিত ছিলেন। তারা নাছিরের ওপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এদিকে নাছিরের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ইউনুছ মেম্বার। তিনি বলেন, কয়েকদিন আগে কোন কারণ ছাড়াই কুদরত উল্লাহ ও নাছির মেম্বার আমাকে চেয়ারম্যনের সামনে প্রহার করেছে। এই ঘটনায় আমিও কোর্টে একটি মামলা করেছি। এখন তিনি সড়ক দুর্ঘটায় আহত হয়ে আমি হামলা করেছি বলে মিথ্যাচার করে মামলা রুজু করেছে।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, নাছিরের উপর হামলা ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামীদের ধরতে পুলিশ কাজ করছে।
নয়াশতাব্দী/একে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ