ঝগড়ার এক পর্যায়ে স্ত্রীকে দুটি থাপ্পড় মারেন স্বামী। এতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন লাভলী বেগম (৩৯) নামে এক গৃহবধূ।
বুধবার (১০ এপ্রিল) দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের মোক্তারটারী এলাকায় নিজ বাড়িতে এমন ঘটনা ঘটে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত স্বামী জোবায়েরকে (৪৪) আটক করেছে পুলিশ। আটক জোবায়ের ওই গ্রামের সেকেন্দার আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কিছু দিন ধরে ডায়াবেটিস রোগে আক্রান্ত লাভলী বেগম বাড়িতে চিকিৎসা করাচ্ছিলেন। বুধবার দুপুরে পারিবারিক ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া লাগে জোবায়ের-লাভলী দম্পতির মধ্যে। এ সময় শাসন করতে জোবায়ের তার স্ত্রী লাভলী বেগমকে দুইটা থাপ্পড় দেন। এতে লাভলী বেগম অসুস্থ হয়ে পড়লে, দ্রুত লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
স্ত্রীর মরদেহ নিয়ে বাড়িতে ফিরে মরদেহের পাশে বসে অনুতপ্তের কান্নায় ভেঙে পড়েন জোবায়ের। খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ লাভলীর মরদেহ উদ্ধার করে এবং জোবায়েরকে আটক করে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন-নবী বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন করা হচ্ছে। নিহতের স্বামী জোবায়েরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নয়াশতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ