কুড়িগ্রামের উলিপুরে ১৪ বছর পলাতক থাকার পর বাদশা মিয়া ওরফে মকু (৪৬) নামের এক হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১০ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে দূর্গাপুর ইউনিয়নের পাঁচপীর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বাদশা মিয়া ওরফে মকু দূর্গাপুর ইউনিয়নের গোড়াই মিয়াজিপাড়া গ্রামের দজির উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, ২০১১ সালে গাজীপুরের টঙ্গী থানা এলাকায় জুয়া খেলাকে কেন্দ্র করে বাদশা মিয়া ও তার সহযোগিরা নজরুল ইসলাম নামে এক ব্যক্তিকে মারপিট করে হত্যা করে। এ ঘটনায় তাদের নামে টঙ্গী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এরপর থেকে বাদশা মিয়া দেশের বিভিন্ন জায়গায় ১৪ বছর ধরে পালিয়ে ছিলেন। বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে দূর্গাপুর ইউনিয়নের পাঁচপীর বাজার থেকে পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি বাদশা মিয়া ওরফে মকুকে গ্রেপ্তার করে উলিপুর থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন, আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
নয়াশতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ