ময়মনসিংহের নান্দাইলে রমজান মাসব্যাপী বয়স্ক শিক্ষা কেন্দ্রে ধর্মীয় বুনিয়াদী ইসলাম শিক্ষা পাঠদানকারী মুয়াল্লিমদের মাঝে ঈদের হাদিয়া হিসাবে নগদ টাকা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুর ১২টায় মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় উপজেলার দেওয়ানগঞ্জ বাজারস্থ ট্রাস্ট কার্যালয়ে এই হাদিয়া বিতরণ করা হয়।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩৫ জন ইমামের হাতে ঈদ হাদিয়া হিসাবে ৩ হাজার করে টাকা তুলে দেওয়া হয়।
ট্রাস্টের পরিচালক মাওলানা শফিকুল ইসলামের সভাপতিত্বে ও ট্রাস্টের কো-অর্ডিনেটর তারিক জামিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মো. ওয়ালি উল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন- ট্রাস্টের কোষাধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা হারুনুর রশিদ, মুফতি খাদিমুল ইসলাম, ক্বারি আবু সিদ্দিক।
প্রধান অতিথি মো. ওয়ালি উল্লাহ বলেন, পবিত্র রমজান মাসে ৩৫টি মসজিদে ৩৫ জন ইমাম ৮১৬ জনকে ধর্মীয় বুনিয়াদী ইসলাম শিক্ষা দিয়েছেন। ভবিষ্যতে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
নয়াশতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ