ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬

টানা ৪০ দিন জামাতে নামাজ আদায়, পুরস্কার পেলো ৬০ জন

প্রকাশনার সময়: ০৯ এপ্রিল ২০২৪, ২১:২৮

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেলেন এলাকার ৬০ কিশোর-তরুণ-যুবক।

উপজেলার সনমান্দী জনকল্যাণ সংস্থার উদ্যোগে ইউনিয়নের ৫টি মসজিদে এই প্রতিযোগীতা চালু করা হয়।

প্রতিযোগীতায় অংশ নিয়ে ৫টি মসজিদে প্রায় ৬০ জন কিশোর, তরুণ ও যুবক শবে বরাত থেকে শবে কদর পর্যন্ত টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন।

তাদের উৎসাহিত করতে সনমান্দী জনকল্যাণ সংস্থা প্রত্যেককে পুরস্কার দেয়।

এই প্রতিযোগীতা সুন্দরভাবে পরিচালনা করায় মসজিদের ইমামদেরও পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন- সনমান্দী হাছান খাঁন উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনিরুজ্জামান মনির। পৃষ্টপোষকতায় ছিলেন সোহেল মিয়া। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জহিরুল ইসলাম খোকন, আব্দুস সাত্তার, মঞ্জুর হোসেন, কিরন হাসান প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কারী মাওলানা আব্দুল বাসেদ খান বাসানী।

নয়াশতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ