কুরআন নাজিলের মাস পবিত্র রমজান। প্রতিবছর রমজানে দেশে পবিত্র কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় বরিশালের বাকেরগঞ্জের কলসকাঠি ইউনিয়নে বেড়ে ওঠা শিশু-কিশোরদের নিয়ে মাসব্যাপী তিলাওয়াতে কুরআন প্রতিযোগিতা-২০২৪ এর আনুষ্ঠানিক পর্দা নামলো।
মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেলে হাফেজ জাকারিয়ার কণ্ঠে কুরআন তিলাওয়াতের মধ্যদিয়ে শুরু হওয়া প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক সৈয়দ ব্রিকসের কর্ণধার আরিফুল করিম দুলাল।
প্রতিযোগিতায় মোট ৫২ জন প্রতিযোগী অংশ নেয়। আয়োজকরা অনুষ্ঠানকে দুটি ভাগে বিভক্ত করেন, যেখানে ৫ বছর থেকে ১০ বছর বয়সী ছিলো ৩৩ জন এবং ১১ থেকে ২০ বছর বয়সী ১৯ জন।
মাসব্যাপী এই প্রতিযোগিতার ফাইনালে ৫-১০ বছর ক্যাটাগরিতে বিজয়ীরা হলো- মো. সাফাত বিশ্বাস (১ম), মুহা. সাজাব খান (২য়) এবং মো. ওমর ফারুক (৩য়)। অন্যদিকে ১১-২০ বছর ক্যাটাগরিতে বিজয়ীরা হলেন- মো. সাওন চৌধুরী (১ম), মো. মুবিন মল্লিক (২য়), মো. সাকিব হাওলাদার (৩য়)।
প্রতিযোগিতায় বিচারক ছিলেন- হাফেজ মো. হাফিজুল ইসলাম, মাওলানা শামীম আহমেদ, হাফেজ মো. জাকারিয়া, আব্দুল্লাহ আল মামুন, আবু সালেহ মো. বশির, মো. হেলাল গাজী, কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা সিদ্দিকুর রহমান।
মাসব্যাপী এই আয়োজনের মিডিয়া পার্টনার ছিলো নয়া শতাব্দী এবং ব্যাংক বিমা শিল্প।
নয়াশতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ