কিশোরগঞ্জের হোসেনপুরে পুকুরে ডুবে দুই শিশুর মুত্যু হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুর দেড়টায় উপজেলার সাহেদল ইউনিয়নের উত্তর কুড়িমারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন দুই শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
মৃত শিশু দুটি সম্পর্কে চাচাতো ভাই। তাদের মধ্যে একজনের নাম আরমান (১৩)। সে কুড়িমারা এলাকার মন্না মিয়ার ছেলে। অপর শিশুর নাম তন্নয় (৮)। সে একই গ্রামের নয়ন মিয়ার ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে শিশু আরমান ও তন্নয় একসঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। তবে সাঁতার না জানায় তারা একপর্যায়ে ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ খবরে নিহতদের পরিবারে চলছে শোকের মাতম।
নয়াশতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ