বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে আটক করা কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ৫২ সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে বান্দরবান জেলার রুমা ও থানচি থানায় দায়ের করা মামলার প্রেক্ষিতে কেএনএফের ৫২ সদস্যকে পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বান্দরবান সদর থানা থেকে বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়।
পরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোছাইনের আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বান্দরবান সদর আদালত পুলিশ পরিদর্শক একে ফজলুল হক ৫২ জনকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, এর আগে সোমবার (৮ এপ্রিল) কেএনএফের আরও ২ জনকে আদালতে তোলার পর কারাগারে পাঠানো হয়।
এদিকে বান্দরবানের রুমা ও থানচি উপজেলার সোনালী ও কৃষি ব্যাংকের তিন শাখায় সশস্ত্র হামলা, অস্ত্র ও টাকা লুটের ঘটনার পর বান্দরবানের দুর্গম পাহাড়ে সন্ত্রাসীদের ধরতে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনীর সদস্যরা। অভিযানে পুলিশ, র্যাব, বিজিবি, আমর্ড পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও অপারেশন কার্যক্রম চালাচ্ছেন।
জেলার রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলার দুর্গম পাহাড়ে এই অভিযান চলছে। অভিযানে ঢাকা থেকে নিয়ে আসা হয়েছে ৪টি সাজোয়া যান (এপিসি)। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা আরও বাড়ানো হয়েছে।
এদিকে হঠাৎ করে সশস্ত্র সন্ত্রাসীর তৎপরতা বেড়ে যাওয়ায় জেলাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। এখনো আতঙ্ক-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন সাধারণ জনগণ।
নয়াশতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ