বান্দরবানের রুমা উপজেলার বেথেল পাড়া থেকে যৌথবাহিনীর অভিযানে রুমা ও থানচি ব্যাংকে হামলা, টাকা ও অস্ত্র লুটের ঘটনায় জড়িত সন্দেহে ১৮ নারীসহ আরও ৪৯ জনকে আটক করা হয়েছে।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার (৮ এপ্রিল) বিকেলে তাদের বান্দরবানের রুমা উপজেলার বেথেল পাড়া থেকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটককৃত ৪৯ জনকে পরে রুমা সদর থেকে বাসে করে পুলিশের কড়া পাহারায় বান্দরবান সদর থানায় নিয়ে যাওয়া হয়।
মঙ্গলবার (৯ এপ্রিল) তাদের আদালতে তোলা হয় বলেও জানান বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার।
এর আগে, সোমবার (৮ এপ্রিল) বিকেলে বান্দরবানের রুমায় যৌথ বাহিনীর অভিযানে কেএনএফের ২ সদস্যকে আটক করা হয়। এসময় ৭টি দেশী বন্দুক, ২০ রাউন্ড গুলি, ইউনিফর্ম, বুট এবং ব্যবহৃত একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।
নয়াশতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ