কিশোরগঞ্জের মিঠামইনে অটো ভাড়া নেওয়াকে কেন্দ্র করে বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে প্রতিপক্ষরা। এতে নারী-শিশুসহ আহত হয়েছেন ৯ জন।
রোববার (৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার গোপদিঘী ইউনিয়নের মুশুরিয়া গ্রামের সুরাপ মিয়ার বাড়িতে ওই হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন- সুরাপ মিয়া গ্রুপের নুরু মিয়া, মোজ্জাকির, আলাউদ্দিন, শামীম, মোজাহিদ, তোফাজ্জল, হেপি আক্তার, বিপাশা ও নাজমা আক্তার।
এদের মধ্যে নুরু ও মোজাক্কির মিঠামইন সদর হাসপাতালে চিকিৎসাধীন। অন্যরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে।
এ বিষয়ে ভুক্তভোগী সুরাপ মিয়া সোমবার (৮ এপ্রিল) বিকেলে মিঠামইন থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
লিখিত অভিযোগে থেকে জানা যায়, গত ৭ এপ্রিল বিকেল ৫টার দিকে অটো ভাড়া নেওয়ার বিষয়কে কেন্দ্র করে পার্শবতী গোপালপুর গ্রামের কুদ্দুস মিয়ার সঙ্গে ঘটনার সূত্রপাত। পরে কুদ্দুস মিয়ার লোকজন সুরাপ মিয়ার বাড়িতে হামলা চালিয়ে ঘর ভাঙচুর, স্বর্ণলঙ্কার ও নগদ টাকা লুট করে।
এ বিষয়ে মিঠামইন থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান হাবিবের কাছে জানতে চাইলে তিনি বলেন, সুরাপ মিয়া বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত করে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
নয়াশতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ