ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬

মধুমতিতে ভাসছিল শিশুর মরদেহ

প্রকাশনার সময়: ০৯ এপ্রিল ২০২৪, ১৫:১৪

নড়াইলের লোহাগড়ায় মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শিশু রাবেয়ার (৫) ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে উপজেলার শিয়েরবর গ্রামের মধুমতি নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে সোমবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ৩টার দিকে নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় শিশু রাবেয়া।

মৃত রাবেয়া উপজেলার শালনগর ইউনিয়নের শিয়েরবর গ্রামের মো. হিরু মোল্যার মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বেলা সাড়ে ৩টার দিকে স্থানীয় শিশুদের সঙ্গে নদীতে গোসল করতে যায় রাবেয়া। পরে সন্ধ্যা গড়িয়ে গেলেও রাবেয়া বাড়ি না ফেরায় পরিবারের লোকজন নদীর পাড়ে ও বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে। না পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ও ডুবুরি দল ঘটনাস্থলে যায়। কিন্তু সেদিন রাত হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান ব্যাহত হয়। পরে মঙ্গলবার সকালে স্থানীয়রা রাবেয়ার মরদেহ নদীতে ভাসতে দেখে। এরপর পরিবারের লোকজন স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে।

লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সোহাগুজ্জামান বলেন, সোমবার সন্ধ্যার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তবে রাত হয়ে যাওয়ায় ডুবুরিরা উদ্ধার অভিযান চালাতে পারেনি। মঙ্গলবার উদ্ধার অভিযান চালানোর কথা ছিল। কিন্তু সকালে ঘটনাস্থলেই তার মরদেহ ভেসে উঠলে, স্থানীয়রা তা উদ্ধার করেন বলে জানতে পেরেছি।

বিষয়টি নিশ্চিত করে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, নিখোঁজের একদিন পর শিশুটিকে মৃত অবস্থায় নদীতে পাওয়া গেছে। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

নয়াশতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ