ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিস্ফোরণে উড়ে গেল মাদরাসাছাত্রের আঙুল

প্রকাশনার সময়: ০৯ এপ্রিল ২০২৪, ১৪:৫৬

রাজবাড়ীর বালিয়াকান্দিতে একসঙ্গে অনেকগুলো পটকা ফোটাতে গিয়ে হাতের মধ্যে বিস্ফোরিত হয়ে উড়ে গেছে আহম্মদ উল্লাহ (১৩) নামে এক মাদরাসাছাত্রের আঙুল।

গত রোববার (৭ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের রসুলপুর মাদরাসার পাশের এক ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত আহম্মদ উল্লাহ ওই মাদরাসার ছাত্র এবং ভাড়াটিয়া হাফেজ মোহাম্মদ উল্লাহর ছেলে। তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাদরাসা শিক্ষক ইউনুছ আলী বলেন, রোববার মাদরাসা ছুটির পর সে পাশের ভাড়া বাড়িতে কয়েকটি পটকা একত্রিত করে ফোটাতে গেলে বিস্ফোরণ ঘটে। এতে তার বাঁ হাতের দু’টি আঙুল উড়ে গেছে। দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। এখন সেখানে তার চিকিৎসা চলছে।

সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

নয়াশতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ