সিরাজগঞ্জের তাড়াশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল মান্নান (৪৫) নামের এক মাছচাষির মৃত্যু হয়েছে।
সোমবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কাউরাইল গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাহিনুর রহমান।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি জানান, আব্দুল মান্নান এলাকার একজন মাছ ব্যবসায়ী এবং মাছ উৎপাদনকারী।
এবিষয়ে তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) নুরে আলম জানান, এ ধরনের একটি খবর পেয়েছি। ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের লোকজনের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ