ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬

আ.লীগের হাতে কসাইয়ের চাকু, তারেকের হাতে মানবতার পতাকা: রিজভী

প্রকাশনার সময়: ০৮ এপ্রিল ২০২৪, ২০:৪১ | আপডেট: ০৮ এপ্রিল ২০২৪, ২০:৫১

আওয়ামী লীগের হাতে কসাইয়ের চাকু, তারেক রহমানের হাতে মানবতার পতাকা বলে জানিয়েছেন বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কুদ্দুস রিজভী আহমেদ।

সোমবার (৮ মার্চ) পাবনা জেলা বিএনপি, ঈশ্বরদী উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি যৌথভাবে আয়োজিত শহরের সূর্য প্রমানিকের ধান চাতালে আয়োজিত ইফতার পূর্ব ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এতে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস সভাপতিত্ব করেন।

রুহুল কুদ্দুস রিজভী বলেন, বিএনপি এ দেশ থেকে হারিয়ে যায়নি, বিএনপি হারিয়ে যাওয়ার দলও না। বিএনপি এখনো আওয়ামী লীগের ভয়ের একমাত্র কারণ। স্বৈরাচার শেখ হাসিনার সরকার মিথ্যা মামলা ও হত্যার মাধ্যমে জাতীয়তাবাদী চেতনাকে দমিয়ে রাখতে চাই। আওয়ামী লীগ হত্যায় উৎসাহী একটি রাজনৈতিক দল।

তিনি আরও বলেন, গণমাধ্যমে এসেছে এদেশের অর্ধেক জেলায় আইসিইউ নেই। শেখ হাসিনা এদেশের জন্য কোন উন্নয়ন করেননি, এদেশের মানুষকে বাঁচানোর জন্য কোন কিছু করেনি। বরং মানুষকে মৃত্যুর দিকে ফেলে দেওয়া হয়েছে, লুটতারাজ করেছে, দুর্নীতি করেছে।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন- বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সাবেক এমপি সেলিম রেজা হাবিব, সাবেক এমপি আনোয়ারুল ইসলাম, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদুর রহমান মাসুদ, বিএনপি'র কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান জাফর তুহিন, জেলা বিএনপি'র যুগ্ন আহ্বায়ক নূর মোহাম্মদ মাসুদ বগা, যুগ্ন আহবায়ক আনিসুর রহমান বাবু, যুগ্ন আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন যুগ্ন আহবায়ক আব্দুস সামাদ খান প্রমুখ।

ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় তারা সাবেক পৌর মেয়র মোখলেসুর রহমান বাবলু, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব সহ অন্যান্য নেতাকর্মীদের মুক্তি দাবি করেন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ