ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

নয়নের চিকিৎসায় সাহায্যের আবেদন

প্রকাশনার সময়: ০৮ এপ্রিল ২০২৪, ১৯:১৪

সাতক্ষীরার কালিগঞ্জের চাম্পাফুল ইউনিয়নের শেখ নয়ন (২৩) থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। তার চিকিৎসায় প্রতি মাসে ১৫ হাজার টাকা প্রয়োজন। এত টাকা জোগাড় করা তার পরিবারের পক্ষে সম্ভব না। ছেলের চিকিৎসার জন্য নয়নের মা সমাজের বিত্তবান ও দানশীল মানুষের কাছে সাহায্যের আবেদন করেছেন।

যে বয়সে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকার কথা সেই বয়সে জটিল এক রোগে আক্রান্ত শেখ নয়ন। ১৩ বছর বয়সে বাবা শেখ এইয়ানুর রহমানকে হারিয়েছে। তার মা করিমন বেগম কৃষি শ্রমিক হিসেবে মাঠে কাজ করেন। সেই টাকায় কোননো রকম সংসার চলে। নিদিষ্ট সময়ে রক্ত দিতে হচ্ছে এবং ঢাকায় গিয়ে চিকিৎসা করাতে হচ্ছে।

চিকিৎসায় প্রতি মাসে ১৫ হাজার টাকা প্রয়োজন। এতো টাকা জোগাড় করা তাদের মায়ের পক্ষে একেবারেই অসম্ভব। সাতক্ষীরা জর্জকোর্টে একজন আইনজীবী তার চিকিৎসার টাকা দিতেন। তিনি মারা যাওয়ার পর বিপদে পড়েছে নয়ন ও তার পরিবার।

এ অবস্থায় নিরুপায় হয়ে নয়নের অসহায় মাতা সমাজের হৃদয়বান মানুষের কাছে মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন। চিকিৎসায় সহযোগিতা করতে ০১৩১৯-১১৩১৫১ এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ