গাজীপুরের টঙ্গীতে তানিয়া আক্তার (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ এপ্রিল) সকালে টঙ্গীর দত্তপাড়ার রসুলবাগ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত গৃহবধূর মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি থানার চাষীরা গ্রামের মৃত জিন্নাত আলীর মেয়ে। তিনি টঙ্গীর দত্তপাড়া রসুলবাগ এলাকায় স্বামী হাসান মানিকের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।
মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
পুলিশ জানায়, রোববার রাতে পারিবারিক কলহের জেরে স্বামী হাসান মানিকের সঙ্গে কথা কাটাকাটি হয় তানিয়ার। পরে তারা দুজনেই ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে হাসান মানিক দেখতে পান, সিলিং ফ্যানের সঙ্গে তার স্ত্রীর গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত দেহ।
পরে তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
নয়াশতাব্দী/এএস/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ