ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

পুকুরে বিষ প্রয়োগে লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

প্রকাশনার সময়: ০৮ এপ্রিল ২০২৪, ১৭:৪২ | আপডেট: ০৮ এপ্রিল ২০২৪, ১৭:৫৩

নওগাঁর মান্দায় রাতের আঁধারে পুকুরে বিষ দিয়ে অন্তত এক লাখ টাকার মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় পুকুর মালিক আব্দুল মতিন বাদী হয়ে সোমবার (৮ এপ্রিল) মান্দা থানায় তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

এরআগে, রোববার (৭ এপ্রিল) গভীর রাতে উপজেলার পরানপুর ইউনিয়নের দক্ষিণ পরানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন- একই গ্রামের সোলাইমান হোসেন, হুমায়ন কবীর ও রায়হান হোসেন।

ভুক্তভোগী আব্দুল মতিন বলেন, ‘প্রতিবেশি সোলাইমান হোসেনের বাড়ি সংলগ্ন আমার এক বিঘা আয়তনের একটি পুকুর আছে। প্রতিপক্ষরা বিভিন্ন সময় পুকুরে ময়লা আবর্জনা ফেলে মাছের ক্ষতিসাধনের চেষ্টা করে। একই সঙ্গে পুকুরের পাড় জবরদখলেরও পাঁয়তারা করে আসছিল। এসব বিষয় নিয়ে তার সঙ্গে আমার বিরোধের সৃষ্টি হয়। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও এর নিষ্পত্তি হয়নি।’

পুকুর মালিক আব্দুল মতিন অভিযোগ করে বলেন, ‘রোববার রাত ১০টা পর্যন্ত পুকুরের মাছ ঠিকঠাক দেখে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ি। সকাল বেলা পুকুরে গিয়ে দেখা যায় বিষক্রিয়ায় অনেক মাছ মরে ভেসে উঠেছে। পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের সোলাইমান হোসেন ও তার সহযোগীরা পুকুরে বিষ দিয়ে আমার অন্তত লাখ টাকার মাছ মেরে ফেলেছে।’

এসব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত রায়হান হোসেন বলেন, ‘জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে আব্দুল মতিনদের সঙ্গে আমাদের বিরোধ চলছে। এসব বিষয় নিয়ে আদালতেও মামলা চলছে। নিজেরাই পরিকল্পিতভাবে পুকুরে বিষ দিয়ে তার দায় আমাদের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে।’

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ