ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬

গাছের ডাল কাটতে গিয়ে প্রাণ গেল যুবকের

প্রকাশনার সময়: ০৮ এপ্রিল ২০২৪, ১৭:২৮ | আপডেট: ০৮ এপ্রিল ২০২৪, ১৭:৪৫

পটুয়াখালীর কলাপাড়ায় গাছের ডাল কাটকে গিয়ে বশির হাওলাদার (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার টিয়াখালী ইউপির পূর্ব টিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত বশির ওই গ্রামের বারেক হাওলাদারের পুত্র।

নিহতের চাচাতো ভাই রফিক হাওলাদার জানান, দুপুরে তার বাড়িতে একটি চাম্বল গাছের ডাল কাটতে ওঠেন বশির। এ সময় আচমকাই তিনি নিচে ছিটকে পড়ে যান। তাৎক্ষনিক গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার তদন্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ