শেরপুরের নালিতাবাড়ীতে ৪ গ্রাম হেরোইনসহ আব্দুল হালিম ও সুমন নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৭ এপ্রিল) রাত সাড়ে ১১টায় উপজেলার দক্ষিণ নাকসি এলাকা থেকে চার গ্রাম হেরোইনসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- দক্ষিণ নাকসি এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. আ. হালিম (৩৮) ও অন্যজন শেরপুর সদরের বটতলা এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে মো. সুমন (২৮)।
সরজমিনে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ নাকসি এলাকায় পুলিশ মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় আব্দুল হালিম ও সুমনকে ৪ গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুইয়া জানান, গ্রেপ্তাকৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শেরপুর আদালতে পাঠানো হবে।
নয়াশতাব্দী/এনএইচ/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ