ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

২৬ মাসের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

প্রকাশনার সময়: ০৮ এপ্রিল ২০২৪, ১৩:১৭

কিশোরগঞ্জের তাড়াইলে ২৬ মাসের এক শিশুকে ধর্ষণের মামলায় শাহিন আলম (২৫) নামে এক যুবককে গ্রেুপ্তার করেছে পুলিশ।

শনিবার (৬ এপ্রিল) বেলা ৩টার দিকে উপজেলার জাওয়ার ইউনিয়নের পশ্চিম জাওয়ার গ্রামে ঘটনাটি ঘটে।

এ ঘটনায় শিশুটির বাবা সুমন মিয়া বাদী হয়ে রোববার (৭ এপ্রিল) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং-০৩) এর ৯ (১) ধারায় তাড়াইল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ৬।

মামলা সূত্রে জানা যায়, আসামি শাহিন আলম বাদী সুমন মিয়ার চাচাতো ভাই। শনিবার (৬ এপ্রিল) বেলা ৩টার দিকে আসামির ঘরের সামনে শিশুটি খেলা করছিল। এ সময় শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে তার ঘরের ভেতরে নিয়ে মুখ চাপা দিয়ে ধর্ষণ করে। পরে অসুস্থ শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসেস সেন্টারে (ওসিসি) রেফার করেন।

এদিকে, মামলার প্রেক্ষিতে তাড়াইল থানার সাব-ইন্সপেক্টর (এসআই) লুৎফর রহমানের নেতৃত্বে এসআই সজিব হোসেন পিএসআই রফিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স আসামি সুমন মিয়াকে বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী আরিফ বলেন, আসামিকে থানা হেফাজতে রাখা হয়েছে। সোমবার সকালে তাকে কিশোরগঞ্জের জেল হাজতে পাঠানো হবে।

নয়াশতাব্দী/এনএইচ/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ