ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬

চট্টগ্রামে এক পশলা স্বস্তির বৃষ্টি

প্রকাশনার সময়: ০৭ এপ্রিল ২০২৪, ১৯:৪৭ | আপডেট: ০৭ এপ্রিল ২০২৪, ১৯:৫৮

টানা দাবদাহের পর হঠাৎ কালবৈশাখী ঝড় ও বৃষ্টি হয়েছে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে। এ সময় এক পশলা বৃষ্টিতে স্বস্তি নেমে আসে নগরজীবনে।

রোববার (৭ এপ্রিল) সাড়ে ১২টার পর থেকে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শুরু হওয়ার আগে নগরীতে দিনেই নেমে আসে ঘোর অন্ধকার। প্রচণ্ড গরমের মধ্যেই হঠাৎ বৃষ্টির দেখা মিলে। ঝড়ো হাওয়া ছাড়াও শোনা যায় বজ্রপাতের শব্দ।

সরেজমিন দেখা যায়, দুপুরে আঁধারে ঢেকে যাওয়া সড়কে হেডলাইট জ্বালিয়ে চলতে থাকে গাড়ি। পথচারীরা আশ্রয় নেন বিভিন্ন শপিং সেন্টার ও দোকানে। ভাসমান ব্যবসায়ী ও ফেরিওয়ালারা ব্যস্ত হয়ে পড়েন পণ্য সামলাতে। লণ্ডভণ্ড হয়ে যায় অনেক ছাদবাগান।

কাজীর দেউড়ি মোড়ে কথা হয় আজিজুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, এটা স্বস্তির বৃষ্টি। দুর্ভোগ কিছুটা হলেও দেহমনে শীতল আরাম পাচ্ছি। বজ্রপাত, শিলাবৃষ্টি, জলাবদ্ধতার শঙ্কাও আছে। এছাড়া বিভিন্ন অলি গলিতে রাস্তায় ময়লা পানি দেখা গেছে। অনেকদিন পর বৃষ্টি হওয়ায় এমনটি হয়েছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ