ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

পুকুর থেকে পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রকাশনার সময়: ০৭ এপ্রিল ২০২৪, ১৮:০৯

মুন্সীগঞ্জের গজারিয়ায় পুকুর থেকে পা বাঁধা এক ব্যক্তির (৫০) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৭এপ্রিল) দুপুরে উপজেলার ভবেরচর ইউনিয়নের আলীপুরা গ্রামে সংলগ্ন জুড়া পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রতিবেদনটি লেখা পর্যন্ত নিহতের পরিচয় জানা যায়নি।

জানা গেছে, স্থানীয় কৃষকরা প্রতিদিনের মতো রোববার সকালে তারা জমিতে যায়। এসময় পুকুরের কিনারে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে অর্ধগলিত অবস্থায় এক পুরুষের মরদেহ উদ্ধার করে। তার আনুমানিক বয়স ৫০ বছর।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো রাজিব খাঁন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে পুকুরে ফেলে দেয়া হয়ে। নিহতের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।

নয়া শতাব্দী/এনএইচ/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ