ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬

মেছো বাঘ পিটিয়ে হত্যা করল গ্রামবাসী

প্রকাশনার সময়: ০৭ এপ্রিল ২০২৪, ১৭:২৭

ময়মনসিংহের নান্দাইলে একটি মেছো বাঘকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। খবর পেয়ে উৎসুক জনতা ডোরাকাটা ছাপের বাঘ দেখতে ভিড় জমায়।

রোববার (৭ এপ্রিল) সকালে উপজেলার খারুয়া ইউনিয়নের হাটশিরা বাজার ঈদগাহ মাঠ সংলগ্ন হাটশিরা গ্রামের খান বাড়িতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার সকালের দিকে হঠাৎ করে মেছো বাঘটি হাটশিরা গ্রামের মোনায়েম খানের বাড়ির ভেতর ঢুকে। এ সময় বাঘটি দুই ঘরের মাঝে আটকে যায়। পরে মোনায়েম খানের চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হয়ে বাঘটিকে পিটিয়ে হত্যা করে। এসময় স্থানীয়রা পাশের জঙ্গল থেকে মেছো বাঘের তিনটি জীবিত বাচ্চা উদ্বার করে।

মোনায়েম খান বলেন, দীর্ঘ ৬ মাস ধরে আমাদের সকল হাঁস-মুরগী খেয়ে ফেলছে এই মেছো বাঘটি। রোববার সকালে আমার ঘরের পাশে হঠাৎ বাঘটি আটকে যায়। পরে এলাকার লোকজন মিলে বাঘটিকে পিটিয়ে হত্যা করি।

স্থানীয় মোস্তফা খান বলেন, অনেকদিন যাবত এই বাঘটি আমাদের হাসঁ-মুরগি খেয়ে ফেলছে। আমরা রাতে তারাবীর নামাজ পড়তে গেলে হাতে লাঠিসোঁটা নিয়ে যাই। আমাদের সে ভয় দেখায়। আজ সবাই মিলে আমরা বাঘটিকে মেরে ফেলি।

বাবুল খান নামে এক প্রতিবেশী বলেন, এই বাঘটি আমাদের ১ লাখ টাকার হাসঁ-মুরগি খেয়ে ফেলছে। আজ পড়ছে ধরা।

স্থানীয় পল্লী চিকিৎসক গোলাম মোস্তফা বলেন, মেরে ফেলা মেছো বাঘটি উঠতি বয়সের হবে। দেখতে চিতা বাঘের মতো হওয়ায় অনেকে বাঘ মনে করে মেরে ফেলেন। তবে মেরে ফেলা ঠিক হয়নি।

স্থানীয় খারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল হাসনাত ভুইয়া মিন্টু বলেন, এ বিষয়টি আমাকে কেউ অবগত করেন নি।

নান্দাইল উপজেলা বন কর্মকর্তা হাদিউল ইসলাম জানান, তিনি শারীরিকভাবে অসুস্থ। তাই তার পক্ষে খোঁজখবর নেওয়া সম্ভব নয়।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ