ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬

খুলনায় বজ্রপাতে মৎস্যচাষির মৃত্যু

প্রকাশনার সময়: ০৭ এপ্রিল ২০২৪, ১৭:৫৪

খুলনার ডুমুরিয়ায় বজ্রপাতে মো. ওবায়দুল্লাহ গাজী (২৯) নামের এক মৎস্যচাষির মৃত্যু হয়েছে।

রোববার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গুটুদিয়ার কোমলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ওবায়দুল্লাহ গাজী উপজেলার ওই গ্রামের মো.দেলোয়ার হোসেন গাজীর ছেলে। তিনি পেশায় মৎস্যচাষি ছিলেন।

ডুমুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের ফুফাতো ভাই আবু সুফিয়ান জানান, সকালে বাড়ির পাশে কানাইডাঙ্গা বিলে গরুর জন্য ঘাস কাটতে যান ওবায়দুল্লাহ। এসময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নয়া শতাব্দী/এনএইচ/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ