ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬

নামাজ পড়তে গিয়ে বাড়ি ফেরা হলো না পল্লী চিকিৎসকের

প্রকাশনার সময়: ০৭ এপ্রিল ২০২৪, ১৫:৫৮ | আপডেট: ০৭ এপ্রিল ২০২৪, ১৬:৪৯

টাঙ্গাইলের ঘাটাইলে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন বাবলু (৭০) নামে এক পল্লী চিকিৎসক ।

রোববার (৬ এপ্রিল) উপজেলার আঠারদানা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত বাবলুর বাড়ি আঠারদানা গ্রামে। তিনি পল্লী চিকিৎসক ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়,বাবলু সেহেরি খাওয়া শেষ করে ভোরে ফজরের নামাজ পড়ার সময় বাড়ি থেকে বের হন। বাড়ির সামনে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক পার হয়ে মসজিদে যাওয়ার সময় একটি দ্রুতগামী মিনিট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নয়াশতাব্দী/এনএইচ/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ