১০ থেকে ১৫ মিনিট অন্ধকারে ঢাকা ছিল বাগেরহাট। আকাশে মেঘের ঘনঘটা। আতঙ্কে ছোটাছুটি করে লোকজন। বন্ধ হয়ে যায় মানুষের দৈনন্দিন কাজকর্ম। এরপর শুরু হয় গুঁড়িগুঁড়ি বৃষ্টি। যা চলে আরও ১৫ মিনিট। রোববার (৭ এপ্রিল) সকাল সাড়ে নয়টা থেকে বাগেরহাটে নেমে এসেছে যেন রাত। এলাকার বয়জৈষ্ঠরা বলছেন, শত বছরের ভেতরে দিনের বেলায় এমন অন্ধকারাচ্ছন্ন কখনও দেখেননি তারা। মেঘে আচ্ছন্ন হয়ে বৃষ্টি হলেও দিনের বেলায় এমন অন্ধকার নামেনি কখনো। এভাবে অন্ধকার থাকার পর ১০ থেকে ১৫ মিনিট আকাশ পরিচ্ছন্ন হয়ে অবিরাম বৃষ্টি ঝরতে থাকে।
বাগেরহাট জেলা শহরসহ ৯ উপজেলার সবখানেই এমন দৃশ্য চোখে পড়ে। তবে কেউ কেউ বলছেন আমেরিকার বেশ কয়েকটি দেশে আগামীকাল ৮ এপ্রিল সূর্যগ্রহণের আভাস বাংলাদেশে পড়েছে।
এদিকে দেশের ৭ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রোববার (৭ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
নয়া শতাব্দী/আরজে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ