ময়মনসিংহের নান্দাইলে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৫ এপ্রিল) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নান্দাইল পৌরসভার পাচপাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- পাচপাড়া গ্রামের চিহ্নিত মাদক কারবারি মজিদের ছেলে কাঞ্চন সরকার (৩৭) ও জালাল উদ্দিনের ছেলে রাসেল মিয়া (২৬)।
গ্রেফতারকৃতদের শনিবার (৬ এপ্রিল) সকালে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়।
নান্দাইল মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে নান্দাইল পৌর এলাকা পাচপাড়ার জনৈক ফজলু মিয়ার কলাবাগানের পাশে দাড়িয়ে কাঞ্চন সরকার (৩৭) ও রাসেল মিয়া (২৬) ইয়াবা টেবলেট বিক্রি করছিল। এ সংবাদ পেয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মজিদ তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে দুই মাদক কারবারিকে ৩০ পিস ইয়াবা টেবলেটসহ গ্রেপ্তার করে।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে মাদক মামলা আইনে আদালতে পাঠানো হয়েছে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ