ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬

বিষ প্রয়োগে মাছ নিধন

প্রকাশনার সময়: ০৬ এপ্রিল ২০২৪, ১৯:২৪

কুড়িগ্রামের উলিপুরে একটি বিলে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে পাঁচ লাখ টাকার মাছ নিধন করা হয়েছে বলে দাবি করেছেন মৎস্যচাষি রোস্তম আলী (৩২)।

শনিবার (৬ এপ্রিল) দিবাগত রাতে কে বা কাহারা পুকুরে বিষ প্রয়োগ করলে বিলে থাকা সব মাছ মরে ভেসে উঠতে থাকে।

ঘটনাটি ঘটেছে পৌর শহরের পূর্ব নাওডাঙ্গার বিলে।

এলাকাবাসী ও বিল মালিক জানায়, পৌর শহরের পূর্ব নাওডাঙ্গার ওই বিলটি ৭ একর জায়গা জুড়ে রয়েছে। বিলটি ৫ বছরের জন্য স্থানীয় রোস্তম আলী নামে এক ব্যক্তি লিজ নেন। এরপর থেকে বিলে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছেন।

মৎস্যচাষী রোস্তম আলী বলেন, কারো সাথে আমার কোনো শত্রুতা নেই। তবুও কে বা কাহারা আমার এই লিজ নেওয়া বিলে বিষ প্রয়োগ করে পাঁচ লাখ টাকার মাছ নিধন করেন। আমার অন্য কোনো আয়ের পথ নেই। মাছ চাষ করেই সংসার চালিয়ে আসছি। বিলের মাছ মেরে ফেলায় পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে। তিনি বলেন, এ ঘটনার প্রতিকার চেয়ে থানায় অভিযোগ করবো।

সরজমিন শনিবার দুপুরে বিলে গিয়ে দেখা যায়, স্থানীয় মানুষজন বিলে নেমে ভেসে উঠা রুই, মৃগেল, কাতলা, সিলবারকাপ, বিটকাপসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরছেন।

এ সময় স্থানীয় বাসিন্দা সিদ্দিকুল ইসলাম (৩২), আরতি রানী (৬০), শোভা রানী (৫৮), মিসবাউল ইসলাম (২৫) সহ অনেকে জানান, সকালে চিল্লাচিল্লি শুনে বিলে এসে দেখি মাছ মরে ভেসে উঠতেছে। কে বা কাহারা এই ধরনের ক্ষতি করেছে, তা আমরা জানি না। পুকুরে অনেক টাকার মাছ ছিল। বিষ প্রয়োগের কারণে সব শেষ হয়েছে।

উলিপুর পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর ফারুকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উলিপুর থানার (ওসি) গোলাম মর্তুজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ