নড়াইলের কালিয়ায় হেরোইন ও গাঁজাসহ মো. শহিদুল গাজী (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৫ এপ্রিল) উপজেলার যাদবপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত মুস্তাইন গাজীর ছেলে।
শনিবার (৬ এপ্রিল) কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শামীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুরনবী গাজী ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জিয়াউর রহমান জিয়া সঙ্গীয় ফোর্সসহ উপজেলার যাদবপুর মধ্যপাড়া মহসিন মোল্যার সাইকেল গ্যারেজের পাশ থেকে শহীদুল গাজীকে গ্রেপ্তার করেন। এ সময় তার কাছ থেকে ৬৪ পুরিয়া হেরোইন ও ২৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
এ বিষয়ে ওসি খন্দকার শামীম উদ্দিন বলেন, গ্রেপ্তার শহিদুল গাজীর বিরুদ্ধে এসআই নূরনবী গাজী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ