ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

এক টানেই ধরা পড়ল ১৩০ মণ ইলিশ!

প্রকাশনার সময়: ০৬ এপ্রিল ২০২৪, ১৪:০০ | আপডেট: ০৬ এপ্রিল ২০২৪, ১৫:১০

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে সূর্য মাঝি (৫৫) নামের এক জেলের জালে এক টানেই (একবার জাল টেনে) ধরা পড়েছে ১৩০ মণ ইলিশ।

শনিবার (৬ এপ্রিল) সকালে সেই মাছ বিক্রির জন্য আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসেন তিনি।

এর আগে, বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে কুয়াকাটা থেকে ৬০ কিলোমিটার গভীর সাগরে এসব মাছ ধরা পড়ে।

জানা যায়, বুধবার (৩ এপ্রিল) সূর্য মাঝির ১৭ জেলেসহ বাঁশখালীর আল্লাহর দয়া-১ নামক একটি ট্রলার নিয়ে আলীপুর থেকে বঙ্গোপসাগরে মাছ শিকারে যান। সেখানে একবার জাল টান দেওয়ার পরই প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়ে। এরপর সেই মাছ ট্রলারে তুলতে না পারায় অর্ধেক জাল সাগরে ফেলেই চলে আসেন তারা।

এসব ইলিশের দাম প্রায় ৪০ লাখ টাকা হতে পারে বলে জানিয়েছে জেলেরা।

জেলে সূর্য মাঝি বলেন, আমরা সাগরে গিয়ে প্রথম টান দেওয়ার পর জালভর্তি মাছ ওঠে। এর আগে কখনো আমাদের জালে এতো বেশি পরিমাণ মাছ ধরা পড়েনি। পরে আমাদের ট্রলার লোড হয়ে যাওয়ার কারণে মাছসহ অর্ধেক জাল সাগরে ফেলে চলে আসি। আমরা জেলেরা অনেক শুকরিয়া আদায় করছি। বর্তমানে মাছ আড়তে ওঠানো হয়েছে এবং নিলামের মাধ্যমে বিক্রি চলছে। কত টাকায় বিক্রি হতে পারে সেটা এখনো বলতে পারছি না।

কলাপাড়া সিনিয়র উপজেলার মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, গত এক সপ্তাহ ধরে অধিকাংশ জেলের জালে কাঙ্ক্ষিত মাছ ধরা পড়ছে। আমরা আশা করছি, বৃষ্টি শুরু হলে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়বে।

নয়াশতাব্দী/এনএইচ/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ