ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬

মহিপুর মৎস্য বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২৩ আড়ৎ পুড়ে ছাই

প্রকাশনার সময়: ০৫ এপ্রিল ২০২৪, ২১:৫৯ | আপডেট: ০৫ এপ্রিল ২০২৪, ২২:০৩

পটুয়াখালীর মহিপুর বৃহৎ মৎস্য বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে জাপান মৎস্য আড়ৎ থেকে এই আগুনের সূত্রপাত ঘটে।

আগুন লাগার কিছু সময় পরই কালো ধোঁয়ার সঙ্গে লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আড়ৎ পট্টিতে। এসময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট যোগ দিলে ২ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়রা জানান, আযানের সময় হঠাৎই আগুন দেখা যায়। এর কিছু সময় পর আড়ৎপট্টিতে আগুন ছড়িয়ে পড়ে। তবে নিয়ন্ত্রণ নেওয়ার আগেই অন্তত ২৩টি মৎস্য আড়ৎ ভস্মীভূত হয়। এছাড়াও একাধিক মৎস্য ঘর আগুনে আংশিক পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্তরা বলছেন, অনেক ঘরের সামনে মাছ সংরক্ষণের ককসেট থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

কলাপাড়া ফায়ার সার্ভিস সিভিল স্টেশনের টিম লিডার ইলিয়াস জানান, খবর পেয়ে অগ্নিনির্বাপক দলের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এখনও আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। কিন্তু কতটা ক্ষয়-ক্ষতি হয়েছে তা এখনো নিরুপণ করা যায়নি। তবে ক্ষতিগ্রস্তদের দাবি এই অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে যাবে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ