ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬

‘প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি সেবা পৌঁছে দিতে হবে’

প্রকাশনার সময়: ০৪ এপ্রিল ২০২৪, ২৩:৫১

ময়মনসিংহের নান্দাইলে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি সেবা পৌঁছে দিতে কৃষি সেবাঙ্গন ডেক্সের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুর ২টায় উপজেলা কৃষি অফিসের হলরুমে এর উদ্বোধন করেন ময়মনসিংহ খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড.নাছরিন আক্তার বানু।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান,অতিরিক্ত কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু আহম্মেদ তারিফ,উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন।

এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কর্মকর্তা মোহাম্মদ গোলাম ইয়াহিয়া,মো.আমিনুল হক, মোহাম্মদ রুকুনুজ্জামান খান,কামাল হোসেন, মাহমুদুল হাসান, মাহমুদুল হাসান,নুরুল হক, শরীফুল ইসলাম প্রমুখ।

কৃষি সেবাঙ্গন ডেক্সের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের কৃষকরা উপজেলা কৃষি অফিসের নিচ তলায় সপ্তাহে শনি থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সেবা নিতে পারবে। প্রতিদিন দুই জন করে উপ-সহকারী কর্মকর্তা রুটিন অনুযায়ী কৃষি সেবাঙ্গন ডেক্সে বসে সেবা দিবে। কৃষি অফিসের এমন কার্যক্রমকে অনুষ্ঠানে থাকা অতিথিরা সাধুবাদ জানিয়েছেন।

প্রধান অতিথি কৃষিবিদ ড.নাছরিন আক্তার বানু বলেন, প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি সেবা পৌঁছে দিতেই কৃষি সেবাঙ্গন ডেক্সের উদ্বোধন করা হয়েছে। এটি সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। এখন কৃষক সার্বক্ষণিক পরামর্শ পাবে এই কৃষি সেবাঙ্গন ডেক্সের মাধ্যমে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ