সুনামগঞ্জের জগন্নাথপুরে হাসপাতালে চিকিৎসাধীন অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪০) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই ব্যক্তির মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মরচুয়ারিতে রাখে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১২ মার্চ ওই ব্যক্তি জগন্নাথপুর বাজারে টিউবওয়েলে পানি পান করতে গিয়ে মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যান। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক শারমিন আরা আশা বলেন, ‘ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। হাসপাতালে ভর্তির পর থেকে চিকিৎসার পাশাপাশি আমরা তার সেবাযত্ন করেছি। তবে তার পরিচয় বা আত্মীয় স্বজনদের কোনো সন্ধান পাওয়া যায়নি।’
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মরদেহ আগামীকাল শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। পরিচয় পাওয়া গেলে ময়নাতদন্ত শেষে সরকারিভাবে মরদেহ দাফন করা হবে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ