ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

প্রকাশনার সময়: ০৪ এপ্রিল ২০২৪, ২০:৫৩

কুড়িগ্রামের উলিপুরে মফিজল হক জর্দ্দা নামে এক ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেলে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে পৌর শহরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

জানা যায়, উলিপুর পৌর শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও শিল্পপতি মফিজল হক জর্দ্দা রোববার (৩১ মার্চ) রাত ১১টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে উলিপুর সরকারি ডিগ্রী কলেজের সামনে পৌঁছালে একদল সন্ত্রাসী তার গাড়ির গতিরোধ করে অতর্কিত হামলা চালায়। এতে তিনি ঘটনাস্থলে গুরুতর আহত হয়ে পড়েন। এ সময় স্থানীয়রা তাকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তারপর উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়।

এদিকে ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় চারদিন পেরিয়ে গেলেও সন্ত্রাসীদের গ্রেপ্তার না করায় ধামশ্রেনী ইউনিয়নের দুই শতাধিক নারী-পুরুষ পৌর শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল ও গবামোড়ে সমাবেশ করেন। একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার পরে ঘটনার চারদিন পেরিয়ে গেলেও আসামি গ্রেপ্তার না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন। তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সমাবেশে তারা দাবি করেন, অবিলম্বে সন্ত্রাসী জকু, সুলতান ও সম্রাটকে গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন এলাকাবাসী।

সমাবেশে বক্তব্য রাখেন- ধামশ্রেনী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য সাজাদুর রহমান সাজ্জা, আব্দুস সবুর, হারুন ও ফুলবাবুসহ অনেকেই।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা জানান, ভিকটিমের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে। আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ