ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, স্বামী গ্রেপ্তার

প্রকাশনার সময়: ০৪ এপ্রিল ২০২৪, ২০:০২ | আপডেট: ০৪ এপ্রিল ২০২৪, ২০:১১

কুড়িগ্রামের উলিপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যায় পলাতক স্বামী মাহাবুব আলীকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩ এপ্রিল) রাতে নোয়াখালীর বেগমগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন, তথ্য-প্রযুক্তির সহায়তায় মূল আসামি মাহাবুব আলীকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে, এই মামলায় অভিযুক্ত আরও একজনকে গ্রেপ্তার করে জেল-হাজতে পাঠানো হয়।

জানা যায়, উপজেলার খামার বজরা গ্রামের আয়নাল হকের ছেলে মাহাবুব আলীর (২৭) সঙ্গে পাশের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের মুশরত নাখেন্দা গ্রামের সেকেন্দার আলীর মেয়ে শারমিন বেগমের (২০) চার বছর আগে বিয়ে হয়। এরপর থেকেই মাহবুব আলী দুই লাখ টাকা যৌতুক দাবি করে স্ত্রীকে বিভিন্ন সময়ে নির্যাতন করতেন। শনিবার ২ মার্চ রাতে শয়ন ঘরে গৃহবধূ শারমিন বেগমকে স্বামীসহ তার শ্বশুর বাড়ির লোকজন যৌতুকের দাবিতে এলোপাতাড়িভাবে মারপিট করেন। এ সময় গৃহবধূ মাটিতে লুটিয়ে পড়লে তাকে আবারও লাঠি দিয়ে আঘাত করে জখম করা হয়। নির্যাতনে গৃহবধূ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ সময় চিকিৎসক ওই গৃহবধূর শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠান। কুড়িগ্রাম সদর হাসপাতালে গেলে চিকিৎসক ওই গৃহবধূকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গৃহবধূর বাবা মারপিট করে হত্যার অভিযোগে জামাতা মাহবুব আলীসহ নামীয় তিনজন ও অজ্ঞাতনামা তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ