সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

দশমিনায় ১৫ জেলেকে ৭৫ হাজার টাকা জরিমানা

প্রকাশনার সময়: ০৪ এপ্রিল ২০২৪, ১৯:৫৪

পটুয়াখালীর দশমিনায় তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে অভিযান চালিয়ে অবৈধ মাছ ধরায় ১৫ জেলেকে আটক ও ৭ লাখ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল-সন্ধ্যা যৌথ অভিযান পরিচালনা করে র‍্যাব-৮ পটুয়াখালী, উপজেলা মৎস্য অফিস দশমিনা, নৌ-পুলিশ ফাঁড়ি, কোস্ট গার্ড।

পরে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিয়াউল হাসান সৌরভ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫জেলেকে ৭৫ হাজার টাকা জরিমানা করেন এবং জব্দ জাল তেঁতুলিয়া তীরবর্তী হাজিরহাট লঞ্চ ঘাট এলাকায় পুড়িয়ে ফেলা হয়।

জিয়াউল হাসান সৌরভ বলেন, তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে অভিযান পরিচালনা করে ১৫ জেলেকে আটক করে ৭৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয় এবং জব্দ ৭ লাখ মিটার জাল (বাঁধা, কারেন্ট, চরবেড়া, ফ্যার) পুড়িয়ে ফেলা হয়। এ অভিযান অব্যহত থাকবে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ