সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

ঈদ উপহার পেলো রূপগঞ্জের ৩৭ হাজার গার্মেন্টস শ্রমিক

প্রকাশনার সময়: ০৪ এপ্রিল ২০২৪, ১৯:৩১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩৭ হাজার গার্মেন্টস শ্রমিকের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার আউখাবো এলাকায় মাইক্রো ফাইবার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এ ওয়ান পোলার লিমিটেড গার্মেন্টসের কর্মরত শ্রমিক-কর্মচারীদের এ ঈদ সামগ্রী বিতরণ করেন গ্রুপের টেকনিক্যাল পরিচালক ইঞ্জিনিয়ার মিজানুর রহমান পাটোয়ারী।

এসময় উপস্থিত ছিলেন কারখানার এজিএম কামরুল ইসলামসহ অনেকে।

উপহার সামগ্রীর মধ্যে রয়েছে- পোলাও চাল, চিনি, তেল, দুধ ও সেমাই।

মিজানুর রহমান পাটোয়ারী বলেন, দেশের বর্তমান অবস্থায় বেশিরভাগ প্রতিষ্ঠানে মালিক কর্মচারীদের সু-সম্পর্ক নেই। এমনকি অনেক প্রতিষ্ঠান শ্রমিকদের ঈদ উপহার তো দূরের কথা, বেতন বোনাস দিচ্ছে না। আমরা শ্রমিক-কর্মচারীদের মাঝে সু-সম্পর্ক বজায় রাখতে গত বছর থেকে বেতন বোনাসেরর পাশাপাশি তাদেরকে ঈদ উপহার সামগ্রী দিয়ে আসছি। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ