ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

খেলতে গিয়ে সেপটিক ট্যাংকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

প্রকাশনার সময়: ০৪ এপ্রিল ২০২৪, ১৭:৩১

লালমনিরহাটে বাড়ির সেপটিক ট্যাংকে পড়ে ওয়াজেদুল ইসলাম তারিফ (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (৩ এপ্রিল) রাতে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ওয়াজেদুল লালমনিরহাট পৌরসভার বিডিআর হাট এলাকার বাসিন্দা হটফুডল্যান্ডের মালিক লেবু মিয়ার ছেলে এবং লালমনিরহাট ক্যান্টন্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অষ্টম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বাড়ির উঠানে একা একা ফুটবল খেলছিল ওয়াজেদুল। এসময় সেপটিক ট্যাংকের ঢাকনা ভেঙে ভেতরে পড়ে যায়। পরে বাড়ির লোকজন তাকে খুঁজতে গিয়ে সেপটিক ট্যাংকের ঢাকনা ভাঙা দেখে নিচে তাকে দেখতে পান। খবর পেয়ে লালমনিরহাট ফায়ার সার্ভিসের একটি টিম এসে ওয়াজেদুলকে উদ্ধার করে। পরে তাকে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ