ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১, ১২ রজব ১৪৪৬

টাঙ্গাইলের সড়কে ঝরল প্রাইভেটকার চালকের প্রাণ

প্রকাশনার সময়: ০৪ এপ্রিল ২০২৪, ১৫:৪৪ | আপডেট: ০৪ এপ্রিল ২০২৪, ১৬:১০

টাঙ্গাইলের সখীপুরের সড়কে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মিল্টন মিয়া (৪০) নামে এক প্রাইভেটকার চালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে সখীপুর-সাগরদিঘী সড়কের কালিয়া বাজার এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

প্রাইভেটকার চালক মিল্টনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মিল্টন মিয়া মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নের গাজেশ্বরী গ্রামের মো. মোতাহার মিয়ার ছেলে।

নিহতের চাচাতো ভাই মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিল্টন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ ঘটনায় সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, নিহতের স্বজনের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ