নওগাঁর মান্দায় হিজড়া জনগোষ্ঠী, দুস্থ ও অসহায় মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত এসব খাবার বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এসএম ব্রহানী সুলতান মামুদ গামা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মণ্ডল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, কাঁশোপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম, নওগাঁ জেলা পরিষদের সদস্য আব্দুল মজিদ তরফদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ