ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১, ১২ রজব ১৪৪৬

নগরকান্দায় ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

প্রকাশনার সময়: ০৪ এপ্রিল ২০২৪, ১৫:৩৩

ফরিদপুরের নগরকান্দা রামনগর ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। চাল বিতরণের সময় ট্যাগ অফিসার এবং ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন না।

এ সময় ট্যাগ অফিসারের দায়িত্ব পালন করছিলেন রামনগর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য খলিলুর রহমান খলিল।

স্থানীয়দের অভিযোগ, চাল মাপার জন্য কোনো ধরনের ডিজিটাল স্কেল ব্যবহার করতে দেখা যায়নি। ডিজিটাল স্কেল ছাড়াই বালতিতে মেপে মনগড়াভাবে চাল বিতরণ করা হচ্ছে। ভিজিএফের চাল পাওয়া একাধিক উপকারভোগীদের চাল ডিজিটাল স্কেলে মেপে দেখা যায়, জনপ্রতি ১০ কেজি চাল না দিয়ে তারা গড়ে ৯ কেজি করে চাল বিতরণ করেছেন।

এ বিষয়ে ট্যাগ অফিসার আখলিমা আক্তার বলেন, আমি অসুস্থ থাকায়, মোবাইল করে ইউপি সদস্য খলিলুর রহমানকে দায়িত্ব দিয়েছি।

এ ব্যাপারে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ট্যাগ অফিসার থাকা বা না থাকা আমার বিষয় না। বিষয়টি দেখার জন্য আমি আমার অফিসের লোক পাঠিয়েছি।

রামনগরের ইউপি চেয়ারম্যান কাইমদ্দিন মন্ডলকে মোবাইল দেওয়া হলে তিনি মিটিং এ আছেন বলে ফোন কেটে দেন।

নগরকান্দা উপজেলার নির্বাহী অফিসার কাফি বিন কবির বলেন, আমি বিষয়টি খতিয়ে দেখছি।

নয়াশতাব্দী/এনএইচ/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ