ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১, ১২ রজব ১৪৪৬

সাতক্ষীরায় স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

প্রকাশনার সময়: ০৪ এপ্রিল ২০২৪, ১২:৪১

সাতক্ষীরা সীমান্ত থেকে কোটি টাকা মূল্যের ৯ পিস স্বর্ণের বারসহ আমাজাদ হোসেন খোকন (৫০) নামে এক চোরাকারিকে আটক করেছে বিজিবি।

বুধবার (৩ এপ্রিল) সকালে সাতক্ষীরার সদর উপজেলার বৈকারী সীমান্তের কালিয়ানী মাদ্রাসা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক হওয়া আমজাদ হোসেন একই এলাকার মৃত মাজেদ মোল্যার ছেলে।

বুধবার সন্ধ্যায় প্রেস ব্রিফিং এর মাধ্যমে সাতক্ষীরার বিজিবি অধিনায়ক লে: কর্নেল আশরাফুল হক জানান, চোরাকারবারি ভারতে পাচারের জন্য সোনা নিয়ে কালিয়ানি সীমান্ত এলাকায় অবস্তান করে এমন খবর পেয়ে বৈকারি ক‍্যাম্পের সুবেদার সুবেদার কাজী বদরুল আলমের নেতৃত্বে এক দল সেখানে অভিযান চালায়।

ওই সময় আমজাদ হোসেনকে একটি মটরসাইকেলসহ আটক করা হয়। পরে মটরসাইকেলের ভিতর থেকে ৯পিস স্বর্ণের বার উদ্ধার করে। উদ্ধার হওয়া স্বর্নের ওজন ১ কেজি ৪৪ গ্রাম যার বাজার মূল্য ১,০২,১০,৩২০/- (এক কোটি দুই লক্ষ দশ হাজার তিনশত বিশ) টাকা।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ