ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১, ১২ রজব ১৪৪৬

অজুখানায় মিলল ফুটফুটে নবজাতক, অতঃপর!

প্রকাশনার সময়: ০৪ এপ্রিল ২০২৪, ১২:২৮ | আপডেট: ০৪ এপ্রিল ২০২৪, ১২:৪৮

কিশোরগঞ্জের হোসেনপুরে একটি মসজিদের অজুখানা থেকে ফুটফুটে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।

বুধবার (৩ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে শাহেদল ইউনিয়নের বাসুরচর গ্রামের একটি মসজিদের অজুখানা থেকে নবজাতক শিশুটিকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ১টার দিকে মসজিদের অজুখানায় নবজাতকটিকে কেউ রেখে যায়। পরে তার কান্না শুনে স্থানীয়রা গিয়ে দেখে, এক নবজাতক পড়ে রয়েছে। পরে স্থানীয়রা হোসেনপুর থানায় খবর দিলে পুলিশ এসে ওই নবজাতককে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকু জানান, বুধবার দিবাগত রাত প্রায় ১টার দিকে হোসেনপুর থানা পুলিশের সহযোগিতায় নবজাতক শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে নবজাতককে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ সেখানে তাকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে ও খাবারের জন্য দুধের ব্যবস্থা করা হয়েছে।

নয়াশতাব্দী/এনএইচ/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ