গাজীপুরের কালীগঞ্জে নেশাগ্রস্ত ছেলেকে কুপিয়ে হত্যা করে পুলিশের নিকট আত্মসমর্পণ করেছেন জন্মদাতা বাবা। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ পরিবারের লোকজনসহ এলাকাবাসীও। ছেলের মারধর আর অত্যাচারে অতিষ্ঠ হয়ে ঘুমন্ত ছেলেকে তার স্বয়ং কক্ষে গাছ কাটার কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করলেন তার বাবা।
বুধবার (৩ এপ্রিল) সকালে কালীগঞ্জ উপজেলার জামালপুর পূর্ব পাড়া গ্রামের আব্দুর রশীদ বাগমারের বাড়িতে এ ঘটনা ঘটেছে।
নিহত প্রবাস ফেরত মাদকাসক্ত কাউসার বাগমার (২৪) আব্দুর রশিদ বাগমারের ৩ ছেলে ও ২ মেয়ের মধ্যে সবার ছোট।
নিহতের পারিবার ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, মো. কাউছার বাগমার প্রায় চার বছর প্রবাসে (সৌদি আরব) চাকরি করে প্রায় ১ বছর আগে দেশে চলে আসেন। বিদেশে যাওয়ার আগে সে এলাকার নেশাগ্রস্তদের সাথে চলাফেরা করায় তার বাবা আব্দুর রশিদ তাকে ভালো করার জন্য বিদেশ পাঠিয়ে দেয়। ৪ বছর বিদেশে থেকে দেশে ফিরে পুনরায় এলাকার মাদকাসক্তদের সাথে চলাফেরা শুরু করে কাউছার। এক পর্যায়ে সে আবারও মাদকাসক্ত হয়ে পড়ে। গত এক বছরে প্রবাসের জমানো টাকা নেশা ও জুয়া খেলে শেষ করে আরো টাকার জন্য সে প্রতিনিয়তই তার পরিবারের লোকজনদের সাথে ঝগড়া ও মারধর করতো। এ নিয়ে এলাকার স্থানীয় জনপ্রতিনিধিদের দিয়ে একাধিকবার সালিশ দরবার করেও কোনো ফল পায়নি তার পরিবারের লোকজন।
অবশেষে মাকে মেরে বাড়ি থেকে বের করে দেওয়ার ঘটনায় ক্ষিপ্ত হয়ে নিজের ব্যবহৃত গাছ কাটার কুড়াল দিয়ে কুপিয়ে ছেলেকে হত্যা করে পুলিশের হাতে আত্মসমর্পণ করেন তার বাবা আব্দুর রশিদ বাগমার।
নিহত কাউসারের মা মোসলেমা বেগম বলেন, কাউছার জুয়া খেলাসহ মাদকাসক্ত ছিল। জুয়া ও নেশার টাকার জন্য সে প্রায়ই বাড়িতে ঝগড়া-বিবাদ, ভাঙচুর করাসহ আমাদের মারধর করে বাড়ি থেকে বের করে দিতো। গত কয়েকদিন ধরে বাড়ির ভিটা থেকে ২ শতাংশ জমি বিক্রি করে টাকা দেওয়ার জন্য তার বাবার উপর চাপ সৃষ্টি করে। মঙ্গলবার সারারাত নেশা করে ও জুয়া খেলে বুধবার ভোরে বাড়িতে এসে টাকা চাইলে আমি না করে দেওয়ায় আমাকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেয়। পরে বিষয়টি তার বাবা জানতে পেরে ক্ষোভে দুঃখে ঘুমন্ত ছেলেকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে।
নিহতের বড় ভাই আশরাফুল জানান, আমার ভাই কাউসার সারারাত বাড়ির বাইরে থাকতো এবং মাদক সেবন করতো ও জুয়া খেলতো। মাদকের জন্য প্রায়ই মায়ের কাছ থেকে টাকা চাইত। মা টাকা না দিলে বাড়ির আসবাবপত্র ভাঙচুর করতো ও মাকে মারধরও করতো। গত রাতও সে বাইরেই ছিল। সকালে বাড়িতে এসে মাকে টাকার জন্য গালিগালাজ করে ও মেরে বাড়ি থেকে বের করে দেয়। মা কাঁদতে কাঁদতে বাবাকে ঘটনাটি বলে বাড়ি ছেড়ে চলে যান। তার কিছুক্ষণ পর এ ঘটনা ঘটে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহাতাব উদ্দিন ঘটনা সততা স্বীকার করে বলেন, মরদেহের প্রাথমিক সুরতহাল রিপোর্ট প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অপরদিকে ঘটনার সাথে জড়িত নিহতের বাবাকে গ্রেপ্তার করা হয়েছে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ