ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১, ১২ রজব ১৪৪৬

নিখোঁজের ৩ দিন পর পুকুরে মিলল মরদেহ, পরিবারের দাবি হত্যা

প্রকাশনার সময়: ০৩ এপ্রিল ২০২৪, ১৭:৫৫

ভোলায় নিখোঁজের ৩ দিন পর পুকুর থেকে মো. কালু তজুমউদ্দিন (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

বুধবার (৩ এপ্রিল) দুপুরে বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজার সংলগ্ন পাটোয়ারী বাড়ির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত কালু তজুমউদ্দিন ফকিরহাট গ্রামের মৃত ইসহাক মিয়ার ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন। গত ৩১ মার্চ বিকেল থেকে তিনি নিখোঁজ হন।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মৃত কালু গত ৩১ মার্চ বিকেল থেকে নিখোঁজ হন। নিখোঁজের পর থেকে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। নিখোঁজের ৩ দিনপর পুকুর থেকে তার ভাসমান মরদেহ পাওয়া যায়।

পুলিশ আরও জানায়, মৃত কালুর শরীরে বেশকিছু ক্ষত চিহ্ন রয়েছে। সুরতহাল প্রতিবেদন অনুযায়ী এটি হত্যা মনে হলেও ময়নাতদন্তের রিপোর্ট ব্যতীত মৃত্যুর প্রকৃত কারণ জানা যাচ্ছে না।

নয়াশতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ